রাজ্য

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Rain Update : দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা - West Bengal News 24

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে , বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, ডামহো সিদ্ধি হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। প্রসঙ্গত , উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর , দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সপ্তাহের শেষে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।

সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাতের কচ্ছ ও পাকিস্তান সংলগ্ন এলাকা এবং দক্ষিণের কোমোরিন এলাকায়।

আরও পড়ুন ::

Back to top button