বাংলার জন্য অনেকটা কাজ, বড় বড় চুক্তি হয়েছে” – বিদেশ সফর সেরে কলকাতায় নেমে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
“অনেক ধন্যবাদ, আমরা বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে শিল্পপতি, মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান ক্লাবের প্রতিনিধিরা গেছিলেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এই মিটিং অর্গানাইজ করেছিল। বড় বড় চুক্তি হয়েছে। মাদ্রিদ, বার্সোলোনা, দুবাইতে খুব ভাল মিটিং হয়েছে।” কলকাতায় ফিরে বিমান বন্দরে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য , লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে উচ্ছ্বসিত।” জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের মল খোলার কথাবার্তা হয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার যাতে করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।
পাশাপাশি রাজ্যে ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য লা লিগার সাথেও আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবল একাডেমির জন্য একটি স্টেডিয়ামও রাজ্যের কাছে চেয়েছেন লা লিগা কর্তৃপক্ষ। সূত্র অনুযায়ী , কিশোর ভারত স্টেডিয়াম কে একাডেমির জন্য লা লিগার হাতে তুলে দেওয়া হবে।