ল্যান্ডার ও রোভার চন্দ্ররাতের আগের চক্র পর্যন্ত টিকে থাকতে পারে বলে আশা করা হচ্ছিল। তার জন্য অনেক চেষ্টাও করা হয়েছিল। কিন্তু মিশন শেষ হতে না হতেই সাত-তাড়াতাড়ি স্লিপ মোডে চলে যায় ল্যান্ডার ও রোভার। চাঁদে রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গেই মিশনটিও শেষ হয়েছিল। কারণ, ওই কঠোর পরিস্থিতিতে চন্দ্রযান-3 ল্যান্ডার ও রোভারের পক্ষে বেঁচে থাকা কখনই সম্ভব ছিল না।
আসলে চাঁদের রাত পৃথিবীর ১৪ দিনের সমান। সেই মোতাবেকই সেখানে ১৪ দিন পর অস্ত গিয়েছে সূর্য। প্রসঙ্গত, চন্দ্রযান-৩ মিশন প্রায় এক মাস আগে শেষ হয়েছে। তারপরই রোভার এবং ল্যান্ডারও স্লিপ মোডে চলে গিয়েছিল। তবে এর আগেও যখন চাঁদে সূর্য অস্তমিত হয়েছিল, তখনও আশা করা হয়েছিল যে রোভার এবং ল্যান্ডার বেঁচে থাকবে। কিন্তু মিশন শেষ হওয়ার পর রোভার এবং ল্যান্ডার স্লিপ মোডে চলে যায়।
গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছিল চন্দ্রযান-৩। ভারতই বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ও রোভারকে সফলভাবে নামিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিয়েছিল। ঠিক যে জায়গায় ল্যান্ডারটি অবতরণ করেছিল তার নাম দেওয়া হয়, ‘শিবশক্তি পয়েন্ট’।