রাজনীতিরাজ্য

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amrita Sinha on Abhishek Banerjee : বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ইডির হাজিরা ইস্যুতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক - West Bengal News 24

বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অধিকর্তাকে নির্দেশ দিয়েছিলেন, ‘৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়’ তা দেখার জন্য।

গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই নাম না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক।

সূত্রের খবর , আর্জি ‘মেনশন’ হতে পারে আজ মঙ্গলবার। বিচারপতি সিনহা মন্তব্য করেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়। তা নিয়ে ইডিকে পদক্ষেপ করতে হবে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত , গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে।

আরও পড়ুন ::

Back to top button