জাতীয়

সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল ২৩ জন সেনা জওয়ান

Sikkim floods LIVE : সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল ২৩ জন সেনা জওয়ান - West Bengal News 24

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২৩ জন সেনা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় আজ বুধবার সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়।

ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এই ঘটনায় ২৩ জন সেনা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কিছু যানবাহনও জলে ডুবে গেছে। অনুসন্ধান অভিযান চলছে।

প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি ভর্তি হয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার জল স্তর বেড়ে যায়। এরপর চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশ্যে জল ছাড়া হয়। এতে তিস্তার জলের স্তর আরো বেড়ে যায়।

বাঁধ খুলে দেওয়ার পর সেখানে জল স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় ২৩ সেনা সদস্য।

প্রত্যন্ত এই অঞ্চলটি নেপালের সঙ্গে ভারতের সীমান্তের কাছে অবস্থিত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাংচেনজঙ্ঘাকে ঘিরে অবস্থিত।

বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা সাধারণ ঘটনা সেখানে। যা জুন মাসে শুরু হয় এবং সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে ভারতীয় উপমহাদেশ থেকে কমে যায়। অক্টোবরের মধ্যে বর্ষার সময় সবচেয়ে ভারী বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন কারণে এখন তা ঘন ঘন হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button