কর্ম সন্ধান

গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Central Railway Recruitment 2023 : গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের - West Bengal News 24
Central Railway Recruitment 2023

সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি-র অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

এই শূন্য পদে আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.rrccr.com – এ ক্লিক করতে হবে।

এরপরে হোমপেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।

এবার আবেদন পত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করুন।

রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে আধার কার্ড আপলোড করতে হবে।

নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেই আপনার নম্বরে একটি ওটিপি আসবে। সেই নম্বর বসালেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।

আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পাঠানো হয়ে যাবে।

ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৭ অক্টোবর। গ্রুপ সি-র অধীনে ২১টি শূন্যপদে এবং গ্রুপ ডি-র অধীনে ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে গ্রুপ ডি-তে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে।

গ্রুপ-সি পদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।গ্রুপ-ডি শূন্য়পদে যারা আবেদন করতে চান, তাদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা স্নাতক হতে হবে।

আরও পড়ুন ::

Back to top button