বৃহস্পতিবার থেকে ভার্চুয়ালি পূজা উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রশাসনের নজরে বিজয়া কার্নিভাল , প্রস্তুত থাকার নির্দেশ জেলা শাসকদের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বৃহস্পতিবার থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই সেই বৈঠক হবে। বৈঠকের পর কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এদিকে ২৬ অক্টোবর জেলায় জেলায় পুজোর কার্নিভাল – কলকাতাতে ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। জেলায় জেলায় পুজোর কার্নিভালের প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যসচিব নির্দেশ দিলেন বিভিন্ন জেলাশাসকদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন সম্পর্কে মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের জানান। এ দিনের বৈঠকের আগেই বিভিন্ন জেলার পুজোর তালিকা নেওয়া হয়েছে জেলাশাসকদের থেকে , এমনই খবর নবান্ন সূত্রে।
কোন কাজ ফেলে রাখা যাবে না – মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে, কেন পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। একাধিক জেলার জেলাশাসকের ভূমিকায় কার্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যসচিব।