জাতীয়

মেয়ের বিয়ের জন্য জমানো ১৮ লাখ টাকা খেল উইপোকা!

মেয়ের বিয়ের জন্য জমানো ১৮ লাখ টাকা খেল উইপোকা!

মেয়ের বিয়ের জন্য তিল তিল করে ১৮ লাখ রুপি জমিয়েছিলেন মা। সেই টাকা যাতে সুরক্ষিত রাখতে ব্যাংকের লকারেও রেখে এসেছিলেন তিনি, কিন্তু তা খেয়ে নিয়েছে উইপোকা। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের।

জানা যায়, অলকা পাঠক নামে এক নারী গত বছরের অক্টোবরে তার সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে এসেছিলেন। টাকার সঙ্গে গয়নাও রেখেছিলেন লকারে। সময়মতো ওই টাকা এবং গয়না আনতে পারবেন এমনই ভরসা ছিল ওই নারীর।

কিন্তু বছর ঘুরতেই নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করার জন্য ওই নারীকে ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়। গত সোমবার ব্যাংকে কেওয়াইসি জমা দিতে যান অলকা। এরপর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন। কিন্তু টাকার বান্ডিল দেখতে পাননি তিনি। দেখতে পান লকারের ভিতর কিলবিল করছে উইপোকা। তখন অলকার আর বুঝতে বাকি থাকেনি, কী সর্বনাশ হয়ে গেছে।

অলকা জানান, বড় মেয়ের বিয়ের সময় বেশ কিছু টাকা পেয়েছিলেন। এছাড়া একটা ছোট ব্যবসা রয়েছে তার। সেখান থেকে অর্জিত টাকাও ছোট মেয়ের বিয়ের জন্য জমাচ্ছিলেন। অলকার দাবি, লকারে যে টাকা রাখা যায় না, সেটা তিনি জানতেন না। ব্যাংক ম্যানেজার জানিয়েছে, ঊধ্বর্তন কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button