“কবে ঘুম ভাঙবে রেলের ?” – অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনার পর কেন্দ্রকে বিঁধে প্রশ্ন মমতার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। ওড়িশার বালেশ্বরের পর অন্ধ্রপ্রদেশ। রবিবার বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের। মারা গিয়েছেন ১৩ জন। আহত ৫০ জন। চলছে উদ্ধারকাজ। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মহত্যা: এটি একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ঘটনা হয়ে উঠেছে!!” নিহতদের স্বজনদের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করা ও এই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “কবে ঘুম ভাঙবে রেলের?”
রেল সূত্রে খবর , প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়েই উদ্ধার কাজ শুরু হয়।
এবার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় আহত ও নিহদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ হাজার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এই দুর্ঘটনা সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।