ঝাড়গ্রাম

কচ্ছপ উদ্ধার করে চিড়িয়াখানায় জমা দিলেন এক কলেজ ছাত্র

স্বপ্নীল মজুমদার

কচ্ছপ উদ্ধার করে চিড়িয়াখানায় জমা দিলেন এক কলেজ ছাত্র

বন্যপ্রাণ আইনে সংরক্ষিত তালিকায় থাকা একটি কচ্ছপকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন ঝাড়গ্রামের বাসিন্দা রোহন কুণ্ডু।

শহরের রঘুনাথপুরের ডিএম হল গলির বাসিন্দা রোহন মেদিনীপুরের বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ-এ ‘ব্যাচেলর অফ ফিজিওথেরাপি’-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বন দফতর সূত্রে জানা গিয়েছে, তরুণাস্থি কাছিম প্রজাতির ওই কচ্ছপটি বন্যপ্রাণ আইনে সংরক্ষিত।

সোমবার ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলকিক্যাল পার্কের রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দের হাতে কচ্ছপটি তুলে দেন রোহন। রোহন জানালেন, রবিবার রাতে শহরের বেনাগেড়িয়া এলাকায় পিসির বাড়ি থেকে ফেরার সময় রাস্তার মাঝে কচ্ছপের ছানাটিকে দেখতে পান তিনি।
বাড়ি নিয়ে এসে সেটিকে জলপূর্ণ পাত্রে রেখে দেন।

এরপর রোহন যোগাযোগ করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে। জুলজিক্যাল পার্কের সহ-অধিকর্তা সমীর বোস বলেন, ‘‘কচ্ছপটি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের সিডিউল ওয়ান তালিকায় রয়েছে। ওই যুবক সচেতনতার পরিচয় দিয়েছেন।

কচ্ছপের ছানাটিকে চিড়িয়াখানার জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button