ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলায় পুজোয় মদ বিক্রি করে সরকারের রাজস্ব আয় ৩ কোটি ৩৬ লক্ষ

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম জেলায় পুজোয় মদ বিক্রি করে সরকারের রাজস্ব আয় ৩ কোটি ৩৬ লক্ষ

পুজোর দিনগুলিতে ঝাড়গ্রাম জেলাতেও মদ বিক্রি করে বিপুল আয় হল আবগারি দফতরের। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে মদ বিক্রি করে ৪ কোটি ২০ লক্ষ টাকা আয় হয়েছে।

মদ বিক্রির প্রায় ৮০ শতাংশ টাকা সরকারের রাজস্ব আয় হয়। ফলে, পুজোর দিনগুলিতে মদ বিক্রির ফলে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা। এরমধ্যে দশমীর দিনই প্রায় ১ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

পুজোর মাসে জেলায় ১৪ কোটি টাকার মদ বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত ১০ কোটি ৭০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ২৪ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে জেলায়। অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকার বিয়ার বিক্রি হয়েছে।

এছাড়াও হুইস্কি, রাম, জিন, ভদকা সহ অনান্য বিদেশী মদ ৩৬ হাজার ৯০০ লিটার বিক্রি হয়েছে। দেশি মদ বিক্রি হয়েছে ১১ হাজার ৬৮৮ লিটার।

আরও পড়ুন ::

Back to top button