টলিউড

৪ টে ছেলে, ৮ টা মেয়ে! ১২টি সন্তানের জন্ম দেবেন শুভশ্রী – কে করল এমন ভবিষ্যদ্বাণী?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Subhashree Ganguly : ৪ টে ছেলে, ৮ টা মেয়ে! ১২টি সন্তানের জন্ম দেবেন শুভশ্রী – কে করল এমন ভবিষ্যদ্বাণী? - West Bengal News 24

তাই বলে ৪ টে ছেলে, ৮ টা মেয়ে! মোট নাকি ১২টি সন্তানের জন্ম দেবেন শুভশ্রী – এমন ভবিষ্যদ্বাণীই এবার এল তাঁকে ঘিরে! করলেন কে? শুনলে হাসি কিছুতেই চেপে রাখতে পারবেন না। মা হতে আর বেশিদিন বাকি নেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে। তাঁর এক ছেলে রয়েছে, এ কথা সকলেরই জানা। দ্বিতীয় সন্তান মেয়ে হোক, এমনটাই ইচ্ছে নায়িকার, সে কথা আগেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে।

‘ডান্স বাংলা ডান্স’-এ গ্র্যান্ড মাস্টার ওরফে মহাগুরুর ভূমিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারক ভূমিকায় ছিলেন শুভশ্রী। সেখানেই মজার অ্যানিমেটেড চরিত্র কেকে আর সাকী। এক পর্বে তারাই ওখানকার সমস্ত বিচারকের ভবিষ্যদ্বাণী করছিল।

তাঁরা বলে ওঠেন, আজ থেকে ১৫ বছর পর নাকি শুভশ্রীর এক সুন্দর বাড়ি হবে। শুধু কি তাই? হবে ৪-৪টি দুষ্টু-মিষ্টি ছেলে আর ৮টি গোলগাল মেয়ে। এ কথা শুনে আঁতকে ওঠেন শুভশ্রী। এত গুলো সন্তান জন্ম দেওয়া কি মুখের কথা! ওদিকে মহাগুরুও হাসি চেপে রাখতে পারেননি। হাসতে হাসতে তিনি বলেন, “ওটা তো আর বাড়ি থাকবে না।”

২০২০ সালে প্রথম সন্তান ইউভানের জন্ম দেন শুভশ্রী। এর আগে রাজ চক্রবর্তী তথা পরিচালক ও একাধারে শুভশ্রীর স্বামী জানিয়েছিলেন, এই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা তাঁদের বহুদিন ধরেই ছিল। তাঁদের দু’জনেরই ইচ্ছে ছিল ইউভানের যেন এক খেলার সঙ্গী হয়। এখন শুধু দিন গোনার পালা।

আরও পড়ুন ::

Back to top button