জাতীয়

দিওয়ালি ও ছট পুজোর মরশুম – নয়া দিল্লি থেকে পাটনা রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করছে রেল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Special Vande Bharat train from Delhi-Patna : দিওয়ালি ও ছট পুজোর মরশুম – নয়া দিল্লি থেকে পাটনা রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করছে রেল - West Bengal News 24

দিওয়ালি ও ছট পুজোর মরশুমে ট্রেনের টিকিটের চাহিদার কথা বিবেচনা করে এবং ভিড়ে লাগাম টানতেই স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করছে রেল। তবে সব রুটে নয় , নির্দিষ্ট দুটি রাজ্যেই এটি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

দিওয়ালি ও ছট পুজোর মরশুমে তাই বিহারের রুটেই স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নয়া দিল্লি থেকে পাটনা রুটে এই স্পেশাল ট্রেন চালু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা জানান , এ বছরই প্রথম পাটনা ও নয়া দিল্লি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল।

ছট পুজোর সময় এই রুটে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ৩-৪টি ট্রিপ করবে বলেও জানিয়েছেন তিনি। নয়া দিল্লি ও পাটনা রুটের মাঝে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আদ্রা জংশনে ট্রেনটি থামবে।

সাধারণ ট্রেনের মতো এবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসও চালু হচ্ছে। এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আসন্ন উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনগুলি সম্মিলিতভাবে মোট ৪,৪৮০ টি ট্রিপ করবে। যার মধ্যে পূর্ব-মধ্য রেলওয়ে জোনে ৪২টি ট্রেন এবং পশ্চিম রেলওয়ে জোনে ৩৬টি স্পেশাল ট্রেন চলবে।

আরও পড়ুন ::

Back to top button