বিনামূল্যে পাঁচ কোর্স, প্রযুক্তির সাথে পাল্লা দিতে উদ্যোগী GOOGLE – লাভবান হবেন আপনি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
কাজের বাজারে নিজেকে যোগ্য করে তুলতে নতুন প্রযুক্তির বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। কিন্তু সবার ক্ষেত্রে নামীদামী প্রতিষ্ঠান থেকে কোর্স করা সম্ভব হয় না। WORKSPACE ADMINISTRATOR ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটরের ফ্রি কোর্স করাচ্ছে গুগল। কিন্তু অনেকেই নতুন প্রযুক্তির ব্যাপারে শিখতে চান। তাঁদের জন্য দারুণ সুযোগ এনেছে গুগল।
IT AUTOMATION WITH PYTHON :
ডেটা অ্যানালিসিসের জন্য পাইথনের ব্যবহার হচ্ছে গোটা বিশ্বে। এই মুহুর্তে পাইথন অন্যতম শক্তিশালী মাধ্যম। অটোমেশনের বিভিন্ন কাজ কী ভাবে পাইথনের মাধ্যমে করা সম্ভব তা শেখা যাবে গুগলের এই কোর্স থেকে। Git এবং GitHub সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই কোর্স করলে।
GOOGLE AI :
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন তথ্য প্রযুক্তির দুনিয়ায় সবথেকে আলোচিত বিষয়। গুগল এই কোর্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত বিশদে জানতে পারবেন আপনি।
আরও পড়ুন :: পুরনো স্মার্টফোন দিয়ে ভালো ছবি তোলার কৌশল
DIGITAL MARKETING :
ডিডিটাল মার্কেটিংয়ের চাহিদা এখন তুঙ্গে রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে জ্ঞান থাকলে প্রচুর চাকরির সুযোগ চলে আসতে পারে আপনার সামনে। সেই সংক্রান্ত বিষয়েই জানতে করতেই হবে এই কোর্স।
GOOGLE ADS CERTIFICATIONS :
প্রথাগত বিজ্ঞপনের গণ্ডি ছাড়িয়ে অনলাইনে বিজ্ঞাপন এখন অন্যতম ব্যবহারিক বিষয়। বিভিন্ন সাইটে গুগলের বিজ্ঞাপন বড় ভূমিকা পালন করে থাকে। সে বিষয়ে জানতে গুগলের এই কোর্স আপনাকে দারুণ সাহায্য করবে। নিজের সংস্থাকে কী ভাবে স্প্যাম এবং ম্যালওয়ার থেকে রক্ষা করবেন তা শিখতে পারবেন এই কোর্স থেকে। তথ্য এবং ইউজারদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিও শেখা যাবে। পাশাপাশি গুগলের জি স্যুট সম্পর্কেও বিস্তারিত জ্ঞান লাভ করা যাবে এই কোর্স থেকে।