প্রযুক্তি

Google Maps থেকে ফ্লাইট ও হোটেল বুকিং – কীভাবে সম্ভব ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Flight and Hotel Booking from Google Maps : Google Maps থেকে ফ্লাইট ও হোটেল বুকিং – কীভাবে সম্ভব ? - West Bengal News 24

Google Maps এর মাধ্যমে আপনার হয়ে হোটেল এবং ফ্লাইট বুকিংও করতে পারে। কীভাবে সম্ভব ? দেখুন।

* যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরতে চাইছেন বা নামতে চাইছেন তা নিশ্চিত করতে ‘Explore Flights’ অপশনটিতে ট্যাপ করুন।

* আপনার বেছে নেওয়া এয়ারপোর্ট থেকে একাধিক ফ্লাইটের অপশন আপনাকে দেখাবে গুগল ম্যাপস। দিনক্ষণ, এয়ারলাইন, খরচ অনুযায়ী আপনার পছন্দসই ফ্লাইট বেছে নিতে পারেন।

* আরও তথ্যের জন্য ফ্লাইটের উপরে ক্লিক করুন। সেখান থেকে এয়ারলাইনের অফিসিয়াল সাইট বা বুকিং প্ল্যাটফর্ম থেকে ফ্লাইট বুক করুন।

Google Maps এর সাহায্য নিয়ে কীভাবে হোটেল খুঁজে নিন :

প্রথমেই আপনার স্মার্টফোন থেকে Google Maps খুলতে হবে। অথবা কম্পিউটারের ওয়েব ব্রাউজ়ার থেকে maps.google.com খুলুন। আপনার গন্তব্য, শহর বা এয়ারপোর্টের নাম দিয়ে দিন সার্চ বারে গিয়ে।

* ম্যাপে যখনই আপনার গন্তব্য দেখানো হবে, যে জায়গায় থাকতে চাইছেন সেখানে জ়ুম ইন করুন।

* ‘Search Nearby’ বাটনে ক্লিক করুন এবং তারপরে ক্যাটেগরির তালিকা থেকে ‘Hotels’ সিলেক্ট করুন।

* গুগল ম্যাপস আপনাকে একটা এলাকার মধ্যে একগুচ্ছ হোটেলের নাম দেখাবে। খরচ, রেটিং ইত্যাদি অপশনগুলির ভিত্তিতে আপনার পছন্দের অপশনটি বেছে নিন।

* আরও তথ্যের জন্য হোটেলে ক্লিক করুন। সেখান থেকে ওই হোটেলের ছবি, রিভিউ, বুকিং অপশনের মতো একাধিক তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button