মহাপ্রসাদের দাম এক লাফে প্রায় ৩ গুণ বৃদ্ধি – আক্ষেপ প্রকাশ পুরীর জগন্নাথ ভক্তবৃন্দের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
প্রস্তুতি চলছিল আগে থেকেই। এবার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের দাম এক লাফে প্রায় ৩ গুণ বৃদ্ধি পেল। স্বাভাবিকভাবে বিব্রত জগন্নাথ ভক্তবৃন্দ। জগন্নাথ মন্দিরে ভোগের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধিতে আক্ষেপ প্রকাশ পুরীর জগন্নাথ ভক্তবৃন্দের।
প্রসঙ্গত , জগন্নাথ মন্দিরে গত সপ্তাহে মহাপ্রসাদের প্লেট পিছু দাম ছিল ১০০ টাকা। এই মহাপ্রসাদ প্লেটের মধ্যে থাকত পরিমাণ মত ভাত, ডাল ও সবজি। বর্তমানে এই মহাপ্রসাদ প্লেটের দাম ধার্য করা হয়েছে ৩০০ টাকা। অর্থাৎ ৩ গুণ দাম বৃদ্ধি পেয়েছে। স্পেশাল মহাপ্রসাদ প্লেট (ভাত, ডাল, ডালমা, বেসর ও মহুরা (নিরামিষ সবজি) ও সাগা – এর দাম ছিল ৩০০ টাকা। সেই থালির দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।
প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ন্ত্রিত হয় মহাসুয়ার নিজোগ (সেবায়েতদের সংগঠন)-দ্বারা। এই সংগঠনের সচিন নারায়ণ মহাসুয়ার অবশ্য বলেন, “মহাপ্রসাদের দাম সামান্য বাড়ানো হয়েছে। কিছু দালাল আমাদের থেকে মহাপ্রসাদ কিনে ভক্তদের বিক্রি করে। তারাই অতিরিক্ত দাম ধার্য করেছে।” তবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষ। আনন্দ বাজারে মহাপ্রসাদ বিক্রির প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।