আন্তর্জাতিক

ডিপ ওয়াটার ফিশিংয়ে নজর – গভীর সমুদ্রে চিনের ১৭ হাজার জাহাজ! কি চাইছে চিন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডিপ ওয়াটার ফিশিংয়ে নজর - গভীর সমুদ্রে চিনের ১৭ হাজার জাহাজ! কি চাইছে চিন?

বর্তমানে ডিপ ওয়াটার ফিশিংয়ে বেশ নজর দিয়েছে চিনারা। চিনাদের বেশি পছন্দ সমুদ্রের মাছ। এবার সেই মাছকে হাতিয়ার করেই নতুন ফন্দি আটছে শি জিনপিংয়ের দেশ। সূত্রের খবর , গভীর সমুদ্রে চিনের ১৭ হাজার জাহাজ , মাছ ধরার আড়ালে চিনের নয়া ফন্দি ফাঁস হয়েছে ইতিমধ্যেই। এদিকে মাছ উৎপাদনে আবার বিশ্বে এক নম্বরে রয়েছে চিন।

মার্কিন উপগ্রহ চিত্র থেকে পাওয়া তথ্যানুসারে , চিনের অত্যাধুনিক মাছ ধরার জাহাজগুলি ভারত মহাসাগর, আরব সাগর , প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়াচ্ছে। নিজেদের জলসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে মাছ ধরছে। এই মুহূর্তে গভীর সাগরে প্রায় ১৭ হাজার মাছ ধরার চিনা ভেসেল রয়েছে বলে খবর। তাতেই বাড়ছে উদ্বেগ। চিনা জাহাজগুলি প্রায়ই অন্য দেশের জলসীমায় ঢুকে ভাঙছে আন্তর্জাতিক জলসীমা আইন।

ওয়াকিবহাল মহলের ধারনা , মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্ট অনুসারে , চিনের এই মাছ ধরার জাহাজগুলি আসলে লালফৌজের নৌ বাহিনী ও কোস্ট গার্ডকে সাপোর্ট দিচ্ছে। চিন তাঁদের মৎসজীবীদের রীতিমতো আর্মি ট্রেনিং দিচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button