নেপালের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে দিল্লি সহ গোটা উত্তর ভারতে। বিশেষজ্ঞরা বলছেন, এটাই শেষ নয়। এমন কম্পনের আশঙ্কা আরও থাকছে নেপালে। সিসমোলজিস্ট অজয় পাল জানান, হিমালয় ঘেঁষা নেপালে মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে আরও ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে হবে।
উল্লেখ্য, ৪ থেকে ৫ কোটি বছর আগে যখন ভারত মহাসাগর থেকে ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে যাচ্ছিল সেই সময় ইউরাশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা লেগেই উৎপত্তি হয়েছিল হিমালয় পর্বতমালার। সিসমোলজিস্ট অজয় পাল আরও জানিয়েছেন , শুক্রবার গভীর রাতে যে কম্পন অনুভূত হয়েছে , তার উৎসস্থল নেপালের দোতি জেলার কাছে।
গত ৩ অক্টোবর ওই একই এলাকায় পরপর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছিল। ওই অঞ্চলটি নেপালের মধ্যবর্তী অংশে অবস্থিত। একজন নয়, একাধিক বিশেষজ্ঞ বিভিন্ন সময়ে সতর্ক করে বলেছেন যে হিমালয়ের নিকটবর্তী ভূখণ্ডে যে কোনও সময় ভয়াবহ কম্পন হতে পারে, কারণ ওই অংশে ইন্ডিয়ান টেকটনিক প্লেট ও ইউরাশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।