ত্রিস্তরীয় নিরাপত্তা, ছত্তিশগড় – মিজোরামে বিধানসভা নির্বাচন, ভাগ্য নির্ধারণ কয়েক’শো প্রার্থীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গত কয়েকদিন ধরে সব দলের প্রস্তুতি ছিল একেবারে তুঙ্গে। প্রার্থী বাছাই থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ, নির্বাচনী প্রচার – এক দল টেক্কা দিতে চেয়েছে আর এক দলকে। অবশেষে শুরু ভোট। প্রসঙ্গত , গোটা নভেম্বর জুড়েই ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের।
দুই রাজ্যে বিধানসভা ভোট আজ। ছত্তিশগড় মিজোরামে বিধানসভা নির্বাচন আজ, মঙ্গলবার। ছত্তিশগড়ে ভোটের প্রথম ধাপে রাজ্যের ২০ টি বিধানসভা আসনের ৪০,৭৮,৬৮১ জন ভোটার ভোট দিয়ে ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ। অশান্তি এড়াতে রয়েছে নিরাপত্তার কঠোর ঘেরাটোপ।
ভোটের আগে ত্রিস্তরীয় নিরাপত্তা ছত্তিশগড়ে। মোতায়েন প্রায় ৬০ হাজার নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ৪০ হাজার, রাজ্য পুলিশ ২০ হাজার। আজকের পর ৭০ টি কেন্দ্র নিয়ে দ্বিতীয় দফার ভোট আগামী ১৭ নভেম্বর।
পার্শ্ববর্তী মনিপুরে এখনও ধিকিধিকি জ্বলছে অশান্তির আগুন। এই আবহে মিজোরামে ভোট আজ একটি পর্বে। আজ ৭ ই নভেম্বর ভোটদান করবেন এই রাজ্যের জনতা। আজকের পর আগামী ১৭ নভেম্বর ভোট মধ্যপ্রদেশ, রাজস্থানে ভোট ২৫ নভেম্বর, তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর।