সাহিত্য
মৌসুমী ডিংগালের সম্পাদনায় ১০১ জন কবির নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হলো “শতেক মনের কথা”
গত ৫ই নভেম্বর ২০২৩ এ শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কবি, সাহিত্যক মৌসুমী ডিংগালের সম্পাদনায় “পথের দাবী” সাহিত্য পত্রিকার সৌজন্যে একশো একজন কবির নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হলো “শতেক মনের কথা” কবিতার সঙ্কলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথের দাবী সাহিত্য পত্রিকার পরিচালকবৃন্দ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সত্তরজন বিশিষ্ট কবি সাহিত্যিক।
সকলের উজ্জ্বল উপস্থিতিতে গান ,কবিতা, গল্প, শ্রুতি নাটক ,গীতি আলেখ্য, মাউথ অর্গান এর উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ উপভোগ্য এবং মনোমুগ্ধকর হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে প্রকাশিত গ্রন্থ ও শারদ সম্মাননা তুলে দেওয়া হয়। আড়ম্বর নয়, আন্তরিকতায় মোড়া সুন্দর এ সাহিত্য অনুষ্ঠান অবশ্যই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।