রাজনীতিরাজ্য

আবারও ইডির নজরে অভিষেক – আগামীকাল বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সাংসদকে হাজিরার নির্দেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : আবারও ইডির নজরে অভিষেক – আগামীকাল বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সাংসদকে হাজিরার নির্দেশ - West Bengal News 24

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার পুজো মিটতেই ফের ক্রমশ সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। ফের একবার তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

সূত্রের খবর , বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে হবে তাঁকে। তবে আদতে কোন মামলায় তাঁকে আবার তলব করা হল, তা এখনও স্পষ্ট নয়। দলীয় সূত্রে খবর, হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

যদিও তৃণমূলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। প্রসঙ্গত , কয়লা সহ নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ফের সামনে আসে অভিষেকের নাম। অভিযোগ, তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর কর্মী ছিলেন সুজয় কৃষ্ণ।

নবজোয়ার কর্মসূচি চলাকালীন একবার কেন্দ্রীয় সংস্থার হাজিরা এড়িয়ে যান অভিষেক। এদিকে, মাস খানেক আগেই তদন্তের স্বার্থে তাঁর পুরো পরিবারকে তলব করা হয়েছিল। তবে পূর্ব ঘোষণামত কোন কর্মসূচি না থাকলে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস আগেও দিয়েছিলেন অভিষেক।

আরও পড়ুন ::

Back to top button