প্রযুক্তি

স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট পরিষেবা – ভারতে আসছে এলন মাস্কের স্টারলিঙ্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট পরিষেবা - ভারতে আসছে এলন মাস্কের স্টারলিঙ্ক

বহু জটিলতা আর জট কাটিয়ে এবার ভারতেও শুরু হচ্ছে স্টারলিঙ্কের জার্নি। মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট পৌঁছবে বাড়িতে , অফিসে। ৮ বছর আগে সেই পথ দেখিয়েছিল এলন মাস্কের স্টারলিঙ্ক। লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইট মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয় স্টারলিঙ্ক। টাওয়ার তৈরি বা ব্যান্ড উইথের উপর নির্ভর করার ব্যাপার নেই।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর , চলতি বছরের শেষে বা নতুন বছরের প্রথমে ভারতে স্টারলিঙ্ককে ইন্টারনেট পরিষেবা শুরুর অনুমতি দেওয়া হতে পারে। তবে ২০২২ সালের ১৫ ই আগস্ট ভারতে স্টারলিঙ্ক পরিষেবা শুরুর ঘোষণা করেছিল এলন মাস্কের সংস্থা। অনলাইন বুকিংও শুরু করে দিয়েছিল সংস্থা। স্টারলিঙ্ক ভারতে এলে কী লাভ ? প্রথমত, ভারতে এখন নেটের সর্বোচ্চ যে গতি তার থেকে বহুগুণ দ্রুত ইন্টারনেট পরিষেবা মিলবে। দ্বিতীয়ত, দেশের পাহাড় এলাকা , প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট মিলবে।

প্রসঙ্গত , কিন্তু পদ্ধতিগত কারণে স্টারলিঙ্ককে ব্যবসা শুরুর অনুমতি দেয়নি মোদী সরকার। স্টারলিঙ্কের বক্তব্য ছিল, তাঁরা নিজেদের ডেন্টা সেন্টারে অন্য কাউকে অ্যাকসেস দেয় না। ব্যবসা শুরুর ক্ষেত্রে নতুন ডেটা সেন্টার তৈরিও তাঁদের নীতি নয়। এই জটিলতায় সেই সময় ভারতে পরিষেবা শুরু করতে পারেনি স্টারলিঙ্ক। সূত্রের খবর , জটিলতা কাটাতে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে বিষয়টি নিয়ে দু’পক্ষের কথা হয়।

ভারতে ডেটা স্টোরেজ তৈরি করার শর্ত মেনে নেয় এলন মাস্কের সংস্থা। তবে এদেশের তথ্য প্রযুক্তি আইনে ইন্টারনেট পরিষেবা সংস্থাকে দেশেই ডেটা সেন্টার তৈরি করতে হয়। ভারতের সার্ভারের ডেটা মজুত করতে হয়। এলন মাস্কের সংস্থা জানিয়েছে , অনুমতি পাওয়ার ১৫ দিনের মধ্যে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করতে তৈরি তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button