কালো রং তার ইউএসপি – নৈহাটি বড় মায়ের দর্শন করে একরাশ প্রশস্তি অভিনেত্রী শ্রুতি দাসের মুখে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
না ভয়ে নয়, ভক্তিতে, শিহরণ জাগানো এক অনুভূতি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ের পর এটিই প্রথম কালীপুজো টলি অভিনেত্রী শ্রুতি দাসের। ছোট থেকেই গায়ের রঙের জন্য ‘কালী’ ‘কালো’ – কালো শব্দের সাথে বেশ পরিচিত শ্রুতি। অনেক কিছুই শুনতে হয়েছে তাঁকে। প্রথমে খারাপ লাগলেও আজ এই রঙই তাঁর ইউএসপি। মা কালীর সঙ্গে তাঁর আত্মিক টান বহুদিনের।
এবার নৈহাটি বড় মায়ের দর্শন করে সেই অনুভূতি জানালেন অভিনেত্রী।
পিছনে বড় মা’র মুখ উঁকি দিচ্ছে। মুখে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রুতি। তাঁর কথায়, “প্রথম দেখাতেই সব ভুলে গিয়েছি। মা কে কী বলতে , কী করতে গিয়েছিলাম কিছুও মনে নেই , শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।” শ্রুতির এই অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। তাঁদেরও ওই একই বক্তব্য।
নৈহাটির বড় মা — তাঁকে এক ঝলক দেখার আশায় দূর-দূররান্ত থেকে ভিড় করেন ভক্তরা। বিশ্বাস, মায়ের কাছে মন থেকে যা চাওয়া মা তাই-দেন দু’হাত ভর।
তাঁর ব্যপ্তি এতটাই যে মায়ের কাছে গেলে অনেককেই হাউহাউ করে কাঁদতেও দেখা গিয়েছে। বিশেষ করে এই বছর নৈহাটির বড় মায়ের পূজা শতবর্ষে। ১০০ বছরে মায়ের পূজা উপলক্ষ্যে একাধিক চমকপ্রদ আয়োজন করেছেন উদ্যোক্তারা।