জাতীয়

গুটখা-পানের পিক পরিস্কারে রেলের গচ্চা বছরে ১২০০ কোটি টাকা!

গুটখা-পানের পিক পরিস্কারে রেলের গচ্চা বছরে ১২০০ কোটি টাকা!

ভারতীয় রেল নিজেদের পরিকাঠামো ব্যবস্থার তুমুল উন্নতি করলেও সমস্যার শেষ নেই। মানুষের কারণে রেলের আধুনিক পরিকাঠামো ব্যাবস্থাকে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং সেই সাথে মোটা অঙ্কের খরচ হচ্ছে প্রতি বছর। একদিকে যেমন রেল স্টেশনের চাকচিক্য বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে গুটখার কারণে সমস্ত চেষ্টাই যেন বিফলে যাচ্ছে।

সারা দেশেই ছড়িয়ে রয়েছেন গুটখা-পানে আসক্তরা। এদের মধ্যে বড় একটি অংশ আবার ভারতীয় রেলের যাত্রী। ট্রেনে বসেই গুটখা চিবোতে দেখা যায়। তার বর্জ্য তাঁরা ফেলে রেলে প্ল্যাটফর্ম বা ট্রেনের গায়ে। কিছু মানুষের এই বদভ্যাসের জেরে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয় ভারতীয় রেলকে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর রেলের গ্যালন গ্যালন জসল ছাড়াও ১২০০ কোটি টাকা খরচ হয় এই গুটখা-পানের দাগ পরিষ্কারের জন্য। ভারতেও প্রকাশ্যে পান-গুটখার পিক ফেলা নিষিদ্ধ। কিন্তু এই নিয়ম যে খুব একটা কঠোর ভাবে পালিত হয় না, তা তুলে ধরছে এই চিত্র। কিন্তু বিশ্বের এমন অনেক দেশ আছে , যেখানে কঠোর ভাবে তা পালন করা হয়। যেমন সিঙ্গাপুর। সেখানে প্রকাশ্যে থুতু বার পিক ফেললে ১০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। যা ভারতীয় মুদ্রায় ৮০ হাজার টাকারও বেশি।

একদিকে যেমন ট্রেনের ওপর লেগে থাকা গুটখার দাগ তুলতে খরচ করতে হয়, তেমনই মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারের ক্ষেত্রেও মোটা অংকের খরচ হয় রেলের। এছাড়া পরিষ্কারের প্রয়োজনে রেলকে প্রচুর পরিমাণ জলও খরচ করতে হয়। বস্তুত এইসমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে রেল এক নয়া স্টার্টআপের সাথে চুক্তি করেছে।

এই কোম্পানির নাম Ezyspit। এক্ষেত্রে গুটখা এবং পান যারা খেয়ে থাকেন তারা একটি বায়োডিগ্রেডেবল পাউচের মধ্যে নিজের থুতু ফেলতে সক্ষম হবেন। নিজের পকেটের মধ্যে সহজেই রাখতে পারেন এই থলি।

আরও পড়ুন ::

Back to top button