‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’– দুধের স্বাদ ঘোলে মেটানোর মধ্যে দিয়ে নিজেদের অন্তরাত্মাকে গভীর সান্ত্বনা বাংলাদেশের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’– তবে শুধু এখন নয় , ২২ গজে ভারত তাঁদের বরাবরের শত্রু – নিজেদের ক্রিকেটীয় কালচারের মাধ্যমে সেই অভদ্র ব্যবহারের প্রমাণ আগেও দিয়েছে ‘সো কলড’ টাইগার্স সমর্থকরা।
ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩ , ফাইনালে ভারতের হার , এখনও কোটি কোটি ভারতীয় ফ্যানদের মনে দগদগে ক্ষত৷ সেই ক্ষতে আরও নুন-লঙ্কার ছিটে দিতে তৈরি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা৷
খেলা হয়েছে ভারত অস্ট্রেলিয়ার , জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাঁদরের মত লাফাচ্ছে বাংলাদেশের গবেট সমর্থকরা। ভাবখানা এমনই , মেগা ফাইনালে ভারতের মাটিতে ভারতকে পরাজিত করেছে বাংলাদশ। যদিও গত ৯ বছরে আইসিসি টুর্নামেন্ট গুলিতে বারবার তীরে এসে তরী ডুবেছে ভারতের , তাহলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরমেন্স যে নজরকাড়া সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ক্ষেত্রে একাধিক রেকর্ডের অধিকারী ভারতের তারকারা।
তবে এটা কিন্তু মনে রাখা দরকার যে , চলমান বিশ্বকাপ জেতা কখনই বাংলাদেশের লক্ষ্য নয় , সব সময় তাঁদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ। আসলে ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের মধুর স্বাদ উপভোগ করতে ব্যর্থ হয়েছেন লিটন দাসরা। তাই তো প্যাট কামিন্সদের বিশ্বকাপ জয়কে দুধের স্বাদ ঘোলে মেটানোর মধ্যে দিয়ে নিজেদের অন্তরাত্মাকে গভীর সান্ত্বনা দিচ্ছেন বাংলাদেশের সমর্থকরা।
Bangladeshis celebrate India’s defeat (need to know Bengali to understand what they are saying) . pic.twitter.com/2hbK29QxXn
— Arnab Ray (@greatbong) November 20, 2023