পূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেপ্তার ১

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেপ্তার ১

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল সোনাচূড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা। বর্তমানে প্রদীপ ঘোষ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়। পুলিশ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে সিদ্ধেশ্বর পাল নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।

বিজেপির অভিযোগ, বিনা অপরাধে পুলিশ তাদের কর্মীকে গ্রেপ্তার করেছে। এই অভিযোগে বিজেপি সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বরও সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছিলেন।

এই ঘটনায় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।

আরও পড়ুন ::

Back to top button