ঝাড়গ্রাম

ঝরা শালপাতায় আগুন লাগানোয় বিপত্তি, আগুনে ভস্মীভূত নির্মীয়মান মেডিক্যাল কলেজের শ্রমিক ছাউনি

স্বপ্নীল মজুমদার

ঝরা শালপাতায় আগুন লাগানোয় বিপত্তি, আগুনে ভস্মীভূত নির্মীয়মান মেডিক্যাল কলেজের শ্রমিক ছাউনি

আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল মেডিক্যাল কলেজ ভবন তৈরির কাজে নিযুক্ত শ্রমিকদের ছাউনি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকার ঘটনা। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাগোয়া জঙ্গলে কেউ বা কারা মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন ধরিয়ে দিয়েছিল।

সেই আগুন ছড়িয়ে পড়ে শ্রমিকদের ছাউনিতে। বাঁশ ও টিন দিয়ে তৈরি শ্রমিকদের ছাউনির ভিতর খান দশেক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। ফলে আগুনে ছ’টি সিলিন্ডার ফেটে গিয়ে শ্রমিক ছাউনিটি দাউদাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ঝাড়গ্রাম দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে শ্রমিকদের জামাকাপড়, বিছানাপত্র, নথি, টাকাপয়সা সবই পুড়ে খাক হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

ঝাড়গ্রাম দমকল কেন্দ্রের উপ আধিকারিক মৃণ্ময় মান্না বলেন, ‘‘প্রাথমিকভাবে অনুমান, পাশের জঙ্গলের ঝরা পাতায় কেউ আগুন লাগিয়ে গিয়েছিল।

সেই আগুন ছড়িয়ে যায় শ্রমিক ছাউনিতে। তার ফলেই এই ঘটনা। কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটেছে। তবে কেউ হতাহত হননি।’’

আরও পড়ুন ::

Back to top button