রাজ্য

EVM মেশিনে প্রতীকে ছেটানো পারফিউম … তৃণমূলে ভোট দিয়েছেন তো ? রেজাল্ট দেবে ‘আঙুলের গন্ধ’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

EVM মেশিনে প্রতীকে ছেটানো পারফিউম ... তৃণমূলে ভোট দিয়েছেন তো ? রেজাল্ট দেবে ‘আঙুলের গন্ধ’
xrdDAFnc 4GyKo1393j5994696690231737737t23101016

EVM মেশিনে প্রতীকে ছেটানো পারফিউম……তৃণমূলে ভোট দিয়েছেন তো ? রেজাল্ট দেবে ‘আঙুলের গন্ধ’। আঙুলের গন্ধ শুঁকে দেখা হচ্ছে, কে কে তৃণমূলে ভোট দিলেন। শীতলকুচির একটি বুথের ঘটনা।

প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত বাংলার একাধিক বুথ। সবথেকে বেশি অভিযোগ আসছে কোচবিহার থেকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার লড়াই।

অভিযোগ, ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে পারফিউম দিয়ে রাখা হয়েছে। একটি চটচটে জিনিস রয়েছে প্রতীকের পাশে। ফলে, সেখানে ছাপ দিলেই আঙুলে গন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগ, যে ভোটারের আঙুলে সেই গন্ধ পাওয়া যাচ্ছে না, তাঁদের মারধর করছে তৃণমূল কর্মীরা।

এমনই অভিযোগ তুলেছে বিজেপি। শীতলকুচির পেটলা নেপ্র ফোর্থ প্ল্যান প্রাথমিক স্কুলের ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়েছে কমিশনে। ২৬৯ ও ২৭০ নম্বর ইভিএম বক্সে কারচুপির জন্য অভিনব পন্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন ::

Back to top button