ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে বিজেপিকে টেক্কা দিয়ে মনোনয়নের শোভাযাত্রায় বেশি জমায়েতের দাবি করল তৃণমূল

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে বিজেপিকে টেক্কা দিয়ে মনোনয়নের শোভাযাত্রায় বেশি জমায়েতের দাবি করল তৃণমূল

বিজেপিকে টেক্কা দিতে দলীয় প্রার্থীর মনোনয়নের শোভাযাত্রায় চারগুণ জমায়েত করল তৃণমূল। শুক্রবার ঝাড়গ্রাম সংসদীয় জেলা নির্বাচনী কমিটির নেতা-নেত্রীরা ছিলেন শোভাযাত্রায়।

ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো, মেদিনীপুর সংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরার মত অনেক নেতা-নেত্রীই হাজির ছিলেন শোভাযাত্রায়।

ঝাড়গ্রামে বিজেপিকে টেক্কা দিয়ে মনোনয়নের শোভাযাত্রায় বেশি জমায়েতের দাবি করল তৃণমূল

তবে শোভাযাত্রায় ছিলেন না ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা। কালীপদ মনোনয়ন জমা দেওয়ার পর পৌঁছন বিরবাহা। তাঁর দাবি, অসমে প্রচার সেরে ফিরতে দেরী হওয়ায় তিনি শোভাযাত্রায় যোগ দিতে পারেননি। শোভাযাত্রায় ছিল রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ট্যাবলো, কাটআউট। ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নৃত্যদল। ছিলেন লোকপ্রসার প্রকল্পের কয়েকশো শিল্পী।

গত মঙ্গলবার বিজেপির শোভাযাত্রায় হাজার চারেক লোকজন হয়েছিল বলে দাবি করেছিল গেরুয়া শিবির। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, ‘‘বিজেপির তুলনায় চারগুণ বেশি লোকজন ছিল আমাদের শোভাযাত্রায়। এদিন প্রায় ১৫-১৬ হাজার মানুষ শোভাযাত্রায় যোগ দেন।’’

আরও পড়ুন ::

Back to top button