প্রযুক্তি

‘পুরনো প্রেম’ আর বিরক্ত করবে না ! Whatsapp আনল নতুন ফিচার

‘পুরনো প্রেম’ আর বিরক্ত করবে না ! Whatsapp আনল নতুন ফিচার

অনেকে এমন রয়েছেন যারা হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখতে চান না। এবার তাদের জন্য নতুন ফিচার আনল এই মেসেজিং অ্যাপ। জানা গিয়েছে, কারোর স্টেটাস না দেখতে চাাইে তাকে হাইড করতে পারবেন আপনি।

Whatsapp-এ Mute Status-এর অপশন থাকে। কিন্তু স্টেটাস মিউট করলেও স্টেটাস সেকশনের তলায় শো করতে থাকে সেই স্টেটাস। ফলে সমস্যাও থাকত অনেক মিউটেড স্টেটাস হিসাবে থেকে যায় সেগুলি। এর ফলে ভুল করে টাচ পড়ে গেলে সিন হয়ে যায় সেই ব্যক্তির স্টেটাস।

‘পুরনো প্রেম’ আর বিরক্ত করবে না ! Whatsapp আনল নতুন ফিচার

এই সমস্যারই সমাধানে এবার উদ্যোগী হল হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের স্বাচ্ছন্দের কথা ভেবে নতুন ফিচার আনল Whatsapp। Whatsapp বেটার পরের সংস্করণ থেকে মিউট করা স্টেটাস হাইড করে রাখা যাবে। ফলে আনহাইড না করা পর্যন্ত আর দেখতে পাবেন না স্টেটাসগুলি। ফলে ভুল করে টাচ পড়ে সিনও হয়ে যাবে না স্টেটাসগুলি। ফলে চাইলে অপছন্দের কারোর স্টেটাস আর দেখতে পাবেন না।

আরও পড়ুন ::

Back to top button