বিচিত্রতা

ছাত্রীর সন্তান পিঠে নিয়ে ক্লাস নেন এই শিক্ষিকা

ছাত্রীর সন্তান পিঠে নিয়ে ক্লাস নেন এই শিক্ষিকা

শিক্ষকদের আমরা পিতামাতার মতোই শ্রদ্ধা করি। যদিও সব শিক্ষক এই শ্রদ্ধার মর্যাদা রাখতে পারেন না তবে কেউ কেউ আছেন যারা সত্যিই এই শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তেমনি একজন হচ্ছেন সহকারী অধ্যাপক রামাতা সিসকো। এক ছাত্রী ক্লাসে সন্তান নিয়ে হিমশিম খাচ্ছে দেখে রামাতা নিজেই ক্লাস চলাকালীন সময়ে পিঠে ঝুলিয়ে নিলেন শিশুটিকে।

অধ্যাপকের ওই ছাত্রী তথা শিশুটির মা যখন সন্তানকে নিয়ে ক্লাস করতে আসেন তখন অধ্যাপক সিস বুঝতে পারেন কোলে বাচ্চাকে নিয়ে ক্লাসে মন দেওয়া কতটা সমস্যার!

তিনি বলেন, আমার দেশের বাড়ি মালিতে আমরা বাচ্চাদের নিরাপদে পিঠে বেঁধে রাখার জন্য চাদর এবং কাপড়ের অন্যান্য টুকরো ব্যবহার করি। আমার স্বাভাবিক প্রবৃত্তিই ছিলো শিশুটিকে সুরক্ষিত রাখার উপায় খুঁজে বের করা। তখন আমি কাছেই থাকা একটি পরিষ্কার ল্যাব কোট পিঠে বেঁধে বাচ্চাটিকে বহন করি।

ছাত্রীকে সাহায্য করতে অধ্যাপক শিশুটিকে তার পিঠে বেঁধে নেন এবং তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছেই যত্নে রাখেন যাতে তার মা মন দিয়ে নোট নিতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button