জীবন যাত্রা

সন্তানের পরীক্ষায় ভালো ফল করতে কী করবেন?

সন্তানের পরীক্ষায় ভালো ফল করতে কী করবেন?

অভিভাবকরা সবসময় শিশুদের পরীক্ষায় ভালো ফল করার জন্য তাগিদ দেন। ভালো রেজাল্টের জন্মগত প্রতিভা ও ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়ে থাকা নয়। নিয়মিত ভালো ফল করে, এমন শিক্ষার্থীদের আসলে কিছু অভ্যাস থাকে যা তাদের ভালো ফল করতে সাহায্য করে।

আসুন জেনে নিই সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যা করবেন।

১. পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে। পাঠ্যবইয়ে উল্লিখিত বিষয়গুলো পড়ার সঙ্গে সঙ্গে প্রতি বিষয় লিখতে হবে।

২. প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার অভ্যাস করতে হবে।

৩. কঠিন বানানগুলো বারবার লিখতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি কবিতার ক্ষেত্রে শিরোনাম, কবির নাম, বিরাম ও যতিচিহ্নের ব্যবহার বারবার চর্চা করতে হবে।

৪. প্রশ্নের মান অনুযায়ী উত্তর লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের বড় উত্তর লিখলে নম্বর বেশি পাওয়া যায় না। শুধু সময়ের অপচয় হয়।

৫. পরীক্ষায় সুন্দর হাতের লেখা খুবই প্রয়োজন। তাই হাতের লেখার ক্ষেত্রে যত্নবান হতে হবে।

৬. পরীক্ষার আগের রাতে কোনোভাবেই বেশি রাত জাগবে না। ঘুমাতে যাওয়ার আগেই প্রবেশপত্র, কলম, পেন্সিল, ইরেজার স্কেল ইত্যাদি গুছিয়ে রাখবে।

৭. প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট এবং অন্যান্য দিন ১৫ মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছবে।

আরও পড়ুন ::

Back to top button