ঝাড়গ্রাম

ফের লোধা-শবরদের জন্য ত্রাণ পাঠালেন জঙ্গলমহলের ‘কুটুম’ মন্ত্রী শুভেন্দু অধিকারী

ফের লোধা-শবরদের জন্য ত্রাণ পাঠালেন জঙ্গলমহলের 'কুটুম' মন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: তিনি জঙ্গলমহলের মুক্তিসূর্য! এমন বিশেষণেই অভিহিত করেন তাঁর গুণমুগ্ধরা। সেই জঙ্গলমহলের ‘কুটুম’ (আত্মীয়) মন্ত্রী শুভেন্দু অধিকারী আবার ত্রাণ পাঠালেন ঝাড়গ্রাম জেলার আরও এক হাজার লোধা-শবর পরিবারের জন্য।

সোমবার সকালে মন্ত্রীর আপ্ত সহায়ক স্বদেশরঞ্জন ভূঁইয়ার মাধ্যমে ওই ত্রাণ জেলায় এসে পৌঁছয়। মন্ত্রীর বিশেষ আস্থাভাজন ঝাড়গ্রামের তরুণ সমাজসেবী স্নেহাশিস ভকত একদিনের মধ্যেই সমস্ত পরিবারের কাছে মন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

লকডাউনের ফলে জঙ্গলজীবী লোধা-শবর পরিবারগুলো সমস্যায় পড়েছে। তাদের জন্য কাল বিলম্ব না করে সাহায্য পাঠিয়েছেন শুভেন্দুবাবু। এর আগে জেলার ৩০৫৪ টি লোধা-শবর পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন মন্ত্রী। ওই ত্রাণও মন্ত্রীর তরফে স্নেহাশিস বিলি করেছিলেন।

এবার শুভেন্দুবাবু আরও এক হাজার পরিবারের জন্য ত্রাণ পাঠালেন। লোধা-শবরদের পাশাপাশি জেলার অভাবী সাড়ে নয় হাজার পরিবারের জন্যও এর আগে দু’দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন শুভেন্দুবাবু। ওই ত্রাণ সামগ্রী দলীয় নেতাদের মাধ্যমে বিলি হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button