খেলা

BIG BREAKING NEWS : প্রয়াত হলেন প্রাক্তন বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামী !

BIG BREAKING NEWS : প্রয়াত হলেন প্রাক্তন বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামী !

 

প্রয়াত ৬২-র এশিয়াডে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম নক্ষত্র চুনী গোস্বামী। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবাদপ্রতীম ফুটবলার। ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিত্‍সকদের সব চেষ্টা বিফল করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন জাকার্তা এশিয়াডে ভারতীয় ফুটবল দলের সোনাজয়ী অধিনায়ক। আসল নাম সুবিমল গোস্বামী। জন্ম বাংলাদেশে। ১৯৪৮ সালে মাত্র ৮ বছর বয়সে মোহনবাগানের জুনিয়র দলে সুযোগ পান চুনী গোস্বামী।BIG BREAKING NEWS : প্রয়াত হলেন প্রাক্তন বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামী !

 

১৯৫৬ সালে ভারতীয় দলে অভিষেক হয় চুনীর। ১৯৫৮ সালে ভারতের অধিনায়ক হন। আজীবন ছিলেন মোহনবাগানের ফুটবলার। ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ছিলেন বাগানের অধিনায়ক।

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button