Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পূর্ব মেদিনীপুর

এগরা শহর আইএনটিটিইউসি পরিচালনায় দুস্থ অসহায় শ্রমিকদের ত্রান সামগ্রী প্রদান

এগরা শহর আইএনটিটিইউসি পরিচালনায় দুস্থ অসহায় শ্রমিকদের ত্রান সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :: লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে রুজিরুটি। দিনমজুরের কাজও মিলছে না। সরকারিভাবে একশো দিনের কাজ শুরুর দাবি করা হলেও অনেকে কাজ পাচ্ছেন না। এখন আবার রমজান মাস। সংখ্যালঘু সম্প্রদায় পবিত্র রোজা পালন করছেন। এই অবস্থায় দুঃস্থ পরিবারগুলিকে কাছে ত্রাণ সামগ্রী প্রদান করল এগরা শহর পরিবহন লোডার আনলোড আর অটো টোটোর শ্রমিক ইউনিয়ন।

এগরা শহর পরিবহন লোডার আনলোড আর অটো টোটোর টেলিটক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে করোনাভাইরাস এর প্রতিরোধে গৃহবন্দি শ্রমিকদের সঙ্গে থাকা সংকল্পের শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী প্রদান পরিচালনায় আইএনটিটিইউসি। উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাস, এগরা টোটো সংগঠন এর সভাপতি এগরা,সুরোজ আলী ও অনেক নেতাকর্মী বৃন্দ।

এগরা ও তার পাশাপাশি অঞ্চলের প্রায় ১৫০০ জনের হাতে ত্রান সামগ্রী হিসেবে তারা তুলে দিয়েছেন চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সোয়াবিন, ডিম, সাবান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

আরও পড়ুন ::

Back to top button