ঝাড়গ্রাম

পুরাতন ঝাড়গ্রামে সংখ্যালঘুদের ঈদের নতুন পোশাক উপহার সমাজসেবী মধুসূদনের

পুরাতন ঝাড়গ্রামে সংখ্যালঘুদের ঈদের নতুন পোশাক উপহার সমাজসেবী মধুসূদনের

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঈদ-উল-ফিতরের প্রাক্কালে দরিদ্র সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-বাড়ি গিয়ে নতুন পোশাক তুলে দিলেন পুরাতন ঝাড়গ্রামের সমাজসেবী মধুসূদন সিংহ।

রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার তিনশো নারী-পুরুষ ও ছোটদের হাতে নতুন পোশাক তুলে দেন তিনি। সমাজসেবী মধুসূদন দুর্গা পুজোর আগেও দরিদ্রদের পোশাক বিলি করেছিলেন। মধুসূদন জানালেন, তিনি কাজী নজরুল ইসলামের আদর্শে বিশ্বাসী। নজরুলের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বললেন, ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’।

এদিন পুরাতন ঝাড়গ্রামের সংখ্যালঘু পরিবারের তিনশোর বেশি সদস্যদের শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, ছোটদের ঈদের বিশেষ পোষাক উপহার দেন তিনি। পুরাতন ঝাড়গ্রামের বাসিন্দারা ব‌লছেন, ‘‘সত্যিই তিনি গরিবের ত্রাতা মধুসূদন!’’

আরও পড়ুন ::

Back to top button