কলকাতা

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেল কর্তিপক্ষ !

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেল কর্তিপক্ষ !

 

ওয়েবডেস্ক : নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেলমন্ত্রক। সূত্রের খবর, আপাতত বিভিন্ন রাজ্য থেকে গত ৩০ মে পর্যন্ত যত ট্রেন চেয়ে অনুরোধ এসেছে, তা চালিয়েই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে একাধিক রাজ্যে আটকে পড়েছিলেন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। লকডাউনের মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে পরিযায়ীদের নিজেদের রাজ্যে ফেরায় রেলমন্ত্রক।

গত কয়েক সপ্তাহে লক্ষ-লক্ষ পরিযায়ীকে তাঁদের নিজেদের রাজ্যে ফেরানো হয়েছে। শুধু রেলপথই নয়, সড়কপথেও রাজ্যগুলি তত্‍পর হয়ে পরিযায়ীদের বাসের ব্যবস্থা করে তাঁদের নিজেদের রাজ্যে ফিরিয়েছে।

আপাতত ৩০ জুন পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগেই দেশের নানা প্রান্তে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন চলাচল করতে শুরুও করে দিয়েছে। সেই কারণেই পরিযায়ীদের ফেরাতে আলাদা করে শ্রমিক স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেলমন্ত্রক।\

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে ১ মে থেকে শুরু হয়েছিল শ্রমিক স্পেশাল ট্রেন পরিষেবা।

রবিবার পর্যন্ত প্রায় ৪,০০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। জানা গিয়েছে, শ্রমিক স্পেশাল ট্রেনে ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক তাঁদের নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button