রাজ্য

করোনায় নয়া রেকর্ড এবার বাংলায়, একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯৬, মৃত আরও ১০

করোনায় নয়া রেকর্ড এবার বাংলায়, একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯৬, মৃত আরও ১০

 

ওয়েবডেস্ক: করোনার কামড়ে নয়া রেকর্ড বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৯৬ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৬৩, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬ হাজার ১৬৮। মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৪২৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৪১০ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১১০৩। এরপরই রয়েছে হাওড়া (৬৭৫), উত্তর ২৪ পরগনা (৪৮০), হুগলি (১৭১),দক্ষিণ ২৪ পরগনা (১১২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৯ হাজার ৪৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ২২ হাজার ৭২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৯.০৭ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে।

এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ২ লক্ষ ছুঁই ছুঁই। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট কোভিড ১৯ পজিটিভের সংখ্যা ১,৯৮,৭০৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৫৮১। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার মানুষ। এ দেশে করোনার প্রাণ গিয়েছে মোট ৫,৫৯৮ জনের।

সুত্র: The Indian Express বাংলা

আরও পড়ুন ::

Back to top button