রাজ্য

রোজ ভাঙছে রাজ্যে করোনা সংক্রমণের রেকর্ড, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৯ জন !

রোজ ভাঙছে রাজ্যে করোনা সংক্রমণের রেকর্ড, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৯ জন !

 

ওয়েবডেস্ক : বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। ফলে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৭ জন।

এদিকে একই সময়ে রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জন। পাশাপাশি কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

ফলে সব মিলিয়ে করোনার কারণে বাংলায় মৃতের সংখ্যা ৪০০ ছুঁইছুঁই। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে ৪৪৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে পশ্চিম মেদিনীপুরে। এক দিনে জঙ্গলমহল লাগোয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন।

তবে জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার। সেখানে আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮ জনে। এরপরেই রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন আরও ২০ জন। একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগণা ও হুগলিও।

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে কোচবিহারে। সেখানে আক্রান্তের সংখ্যা ১২২ জন। এরপরেই রয়েছে মালদা। বলাইবাহুল্য, পরিযায়ী শ্রমিকরা আসার পরই এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যুও।

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button