শিক্ষা

পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

 

ওয়েবডেস্ক :: মহামারি পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে পরীক্ষা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের জন্য মূল্যায়ন পদ্ধতি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে-

  • বিএ, বি এসসি স্নাতক স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে পূর্ববর্তী যে পরীক্ষায় বেশি নম্বর আছে তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশ মূল্যায়ন হবে কলেজের ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

আরও পড়ুন : বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে জানাল বোর্ড, জেনে নিন!

  • বি কমের স্নাতক স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে শেষ ৫টি সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারের নম্বর সবথেকে বেশি তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশ মূল্যায়ন হবে কলেজের ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

আরও পড়ুন : স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়াল রাজ্য সরকার

  • বিএ, বি এসসি, বি কমের স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে শেষ ৩টি সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারের নম্বর সবথেকে বেশি তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশের মূল্যায়ন কীভাবে হবে তা সিদ্ধান্ত নেবে ফ্যাকাল্টি কাউন্সিল।

সুত্র: বিশ্ববাংলা সংবাদ

আরও পড়ুন ::

Back to top button