ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে গাড়ি-বাইক ঠেলে অভিনব প্রতিবাদ টিএমসিপি-র

ঝাড়গ্রাম শহরে গাড়ি-বাইক ঠেলে অভিনব প্রতিবাদ টিএমসিপি-র

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ভরদুপুরে ঝাড়গ্রাম শহরের মেন রোডে গাড়ি ঠেলছেন আর্য্য ঘোষ! টিএমসিপি-র রাজ্য সম্পাদককে আরও কয়েকজনের সঙ্গে একটি গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখে পথচলতি লোকজন ভেবেছিলেন বুঝি গাড়ি খারাপ হয়ে গিয়েছে ওই ছাত্রনেতার। পরক্ষণেই ভুল ভাঙল। সঙ্গে আরও অন্তত পঞ্চাশটি বাইক ঠেলে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন তরুণ। তাঁদের সঙ্গে থাকা প্ল্যাকার্ড-পোস্টারে পেট্রল-ডিজেল-এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করে লেখা।

ঝাড়গ্রাম শহরে গাড়ি-বাইক ঠেলে অভিনব প্রতিবাদ টিএমসিপি-র

বৃহস্পতিবার দুপুরে এভাবেই গাড়ি ও বাইক ঠেলে পেট্রল-ডিজেল-এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালেন তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন আর্য্য। মূলত, তাঁর পরিকল্পনায় এদিন এমন প্রতিবাদ-রালি হয়। শহরের অফিসার্স ক্লাব মাঠ থেকে রালিটি শুরু হয়ে মেন রোড ঘুরে পাঁচ মাথা মোড় পর্যন্ত যায়। আর্য্য বলেন, “কেন্দ্র সরকার যে হারে পেট্রল-ডিজেল ও এলপিজি গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে বাইক ও গাড়ি চালানোটাই দুষ্কর হয়ে উঠবে। সেই কারণেই এমন প্রতিবাদ রালি করা হয়েছে।”

ঝাড়গ্রাম শহরে গাড়ি-বাইক ঠেলে অভিনব প্রতিবাদ টিএমসিপি-র

আরও পড়ুন ::

Back to top button