শিক্ষা

আজ ICSE-র ফলপ্রকাশ, জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট !

আজ ICSE-র ফলপ্রকাশ, জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট !

 

ওয়েবডেস্ক : আজ অর্থাত্‍ ১০ জুলাই শুক্রবার প্রকাশিত হবে ICSE ও ISC-র রেজাল্ট । দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট । নেওয়া যাবে প্রিন্টআউটও । এসএমএসেও রেজাল্ট জানা যাবে বলেছে জানিয়েছে বোর্ড ।

করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য Digitalize মার্কশিটের ব্যবস্থা করেছে বোর্ড । বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিলের ‘CAREERS’ পোর্টালে, কাউন্সিলের মেইন ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

আরও পড়ুন : করোনা সন্দেহে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন স্বামী!

CISCE আওতাধীন স্কুলগুলি প্রিন্সিপালের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘CAREERS’ পোর্টালে লগ ইন করে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের ফলাফল দেখতে পাবে।

পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন www.cisce.org এবং www.results.cisce.org-এ সাইটে । ডিরেক্ট লিঙ্কের জন্য ক্লিক করুণ এখানে।

জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট:–

Step 1. প্রথমে লগইন করত হবে cisce.org বা examresults.net ওয়েবাইটে ।

Step 2. ICSE 10th Board Result 2020 লেখা লিঙ্ক খুজতে হবে ।

Step 3. এবার নিজের নির্দিষ্ট পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিন।

Step 4. এরপর শো রেজাল্টে ক্লিক করুণ।

Step 5. আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে ।

Step 6. ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিন ।

আরও পড়ুন : বাংলাদেশের মাছ লাগবে না, গোটা দেশকে ইলিশ খাওয়াব আমরাই: মমতা

cisce.org ওয়েবসাইটের পাশাপাশি অন্য ওয়েবসাইট যেমন examresults.net ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে। এছাড়াও এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিযে ICSE লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ।

 

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button