কলকাতা

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় জঙ্গলরাজ খতম হবে : দিলীপ

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় জঙ্গলরাজ খতম হবে : দিলীপ

 

ওয়েবডেস্ক :: উত্তরপ্রদেশে মাফিয়া ডন বিকাশ দুবের এনকাউন্টারকে সমর্থন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে,’জঙ্গলরাজ কীভাবে সাফ করতে হয় তা দেখিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ। দুষ্কৃতী দমনের পথ চেনাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এর ব্যতিক্রম হবে না।’

শুক্রবারই কানপুরে এনকাউন্টারে মাফিয়া ডন বিকাশ দুবেকে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে সেই এনকাউন্টার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অনেকের মতে, ‘সাজানো’ এনকাউন্টারে খতম করা হয়েছে বিকাশকে।

কংগ্রেস, সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিজেপি-বিরোধী একাধিক রাজনৈতিক দল এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তও দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

আরও পড়ুন : বিয়ের স্বপ্ন দেখিয়ে খেয়েদেয়ে চম্পট! আদালতের দ্বারস্থ দুই ছেলের মা !

তবে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকায় খুশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘জঙ্গলরাজ কীভাবে সাফ করতে হয় তা দেখাচ্ছে উত্তরপ্রদেশ।’ তৃণমূলও উত্তরপ্রদেশে বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। এভাবে এনকাউন্টারে দুষ্কৃতী দমন সমর্থন করেননি তৃণমূলের একাধিক নেতা।

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় জঙ্গলরাজ খতম হবে : দিলীপ

 

তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের মতে, ‘পুলিশ আদালতে বিকাশ দুবেকে তুলে দিতে পারত। আইনের পথেই শাস্তি হত বিকাশ দুবের। সেটাই সঠিক হত। আদালত যে শাস্তি নির্ধারণ করত, সেটাই বিকাশ দুবের সঠিক পরিণতি হত। এভাবে কাউকে ইচ্ছাকৃত মেরে ফেলা সংবিধানসম্মত নয়।’

আরও পড়ুন : হৃত্বিকের সঙ্গে ‘পরকীয়ায়’ জড়ান যেসব বলিউড নায়িকা!

বিকাশ এনকাউন্টার নিয়ে তৃণমূল নেতাদের প্রতিক্রিয়াকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এরাজ্যে যাঁরা এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে, তারা শুধু বিরোধীদের ওপরই গুলি চালাতে পারে।’

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button