ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত ১, ক্ষতি তিনটি বাড়ির

ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত ১, ক্ষতি তিনটি বাড়ির

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বুনো হাতির হামলায় ফের মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার গভীর রাতে বিনপুরের লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা ধীরেন টুডু (৫৫) প্রস্রাব করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। ওই সময় একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান তিনি।

হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে দেয়। হাতির পায়ের চাপে বুকে ও মাথায় গুরুতর আঘাত পান ধীরেন। রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। অন্যদিকে, সোমবার গভীর রাতে ঝাড়গ্রাম থানার নুনিয়াকুন্দ্রি গ্রামে তিনটি রেসিডেন্সিয়াল হাতি ঢুকে পড়ে। গ্রামবাসীরা তখন ঘুমিয়েছিলেন। আচমকা গ্রামবাসীদের বাড়ি ভাঙতে শুরু করে হাতি গুলি। তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভীষণ রকম ক্ষতি করে হাতিরা।

আরও পড়ুন : বাইক-সিলিন্ডারের প্রতীকী ‘শ্মশানযাত্রা’য় কেন্দ্রের বিরুদ্ধে সরব যুব তৃণমূল

গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতিগুলিকে রাতভর তাড়ানোর চেষ্টা করেন। ভোর বেলা হাতিগুলি জঙ্গলের দিকে চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচেন নুনিয়াকুন্দ্রির বাসিন্দারা। তবে দিনদিন হাতির উপদ্রব বেড়ে চলায় গোটা ঝাড়গ্রাম জেলায় আতঙ্ক ছড়িয়েছে। দিনে রাতে যখন তখন জনবসতির মধ্যে ঢুকে পড়ছে হাতিরা।

আরও পড়ুন ::

Back to top button