শিক্ষা

যান্ত্রিক ত্রুটি, ওয়েবসাইটে দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রায় দু’ঘণ্টা পর স্বাভাবিক হল ওয়েবসাইট

যান্ত্রিক ত্রুটি, ওয়েবসাইটে দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রায় দু'ঘণ্টা পর স্বাভাবিক হল ওয়েবসাইট

 

ওয়েবডেস্ক : শুক্রবার বেলা সাড়ে তিনটের সময় সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। ঠিক ছিল বিকেল চারটে থেকে ওয়েবসাইটে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা।

কিন্তু সার্ভার বিভ্রাটে বিকেল পৌনে ছ’টা পর্যন্ত কোনও ওয়েবসাইটে কিচ্ছু দেখা যাচ্ছিল না। অবশেষে তারপর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে ওয়েবসাইট। এবছর সংসদ ঠিক করেছে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ডের রোল নম্বর টাইপ করলেই প্রতিটি বিষয়ের নম্বর

পরীক্ষার্থীরা দেখতে পাবেন। একইসঙ্গে তাঁরা একটি মার্কশিটের প্রতিলিপি তথা রেপ্লিকাও পাবেন সেখানে। সেই প্রতিলিপি ডাউনলোডও করা যাবে। কিন্তু সার্ভার বিভ্রাটে বিকেল প্রথম দু’ঘণ্টা রাজ্যের সাড়ে সাত লক্ষের বেশি ছাত্রছাত্রী উত্‍কণ্ঠায় ছিলেন। যদিও সংসদ তাঁদের আশ্বস্ত করে বলেছিল, উত্‍কণ্ঠার

আরও পড়ুন : বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

কোনও কারণ নেই। শিগগিরই ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে। শেষপর্যন্ত স্বাভাবিক হল ওয়েবসাইট। সংসদের তরফে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই, রাজ্যের ৫২টি ক্যাম্প থেকে বেলা ২টোর সময় দেওয়া হবে মার্কশিট। অভিভাবকরা আসতে না পারলে ছাত্র-ছাত্রীরা এসে মার্কশিট নিতে পারেন। তবে

সবাইকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে। এবছর ৯০.১৩ শতাংশ ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকে পাশ করেছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন। তার মধ্যে ছাত্রীর

সংখ্যা ছাত্রদের তুলনায় ৬৩ হাজার ১৬৪ বেশি। পরীক্ষায় পাশ করেছে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। অর্থাত্‍ ৯০.১৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবার যা ঐতিহাসিক। গতবারের তুলনায় পাশের হার ৩.৮৪ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। খুব বেশি পিছিয়ে নেই ছাত্রীরাও। তাদের পাশের হার ৯০ শতাংশের বেশি।

আরও পড়ুন : মোদি সরকারের ভুলেই চিনের এমন আগ্রাসী মনোভাব : রাহুল গান্ধি

 

 

 

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button