কলকাতা

“মাস্ক পরুন, করোনা দূর করুন”মহামারি সচেতনতায় লালবাজার !

"মাস্ক পরুন, করোনা দূর করুন"মহামারি সচেতনতায় লালবাজার !

 

ওয়েবডেস্ক : করোনা নিয়ে প্রতি নিয়ত মানুষকে সচেতন করে চলেছে প্রশাসন। রাজ্য সরকার হোক কিংবা কলকাতা পুরসভা অথবা পুলিশ প্রশাসন, মানুষকে সতর্ক-সচেতন করার কাজ চলছে।

তারই অঙ্গ হিসেবে আজ, মঙ্গলবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশের তরফ থেকে “মাস্ক পরুন, করোনা দূর করুন” ক্যাম্পেন।

[ আরও পড়ুন : ফের বাড়ল লকডাউনের মেয়াদ,তালাবন্ধ থাকছে শহরের ৩২টি কন্টেইনমেন্ট জোনে ! ]

এই সচেতনমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি জানিয়েছেন, করোনা আবহে এই কঠিন পরিস্থিতিতেও অনেক মানুষ মাস্ক ব্যবহার করছেন না।

"মাস্ক পরুন, করোনা দূর করুন"মহামারি সচেতনতায় লালবাজার !

 

অনেকে হয়তো গলার মধ্যে মাস্ক ঝুলিয়ে রেখেছেন বা পকেটে পুরে রেখেছেন। এরকম করলে চলবে না। প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে বলে তিনি জানিয়েছেন।

এর জন্য সরকারি অনেক নিয়মাবলী রয়েছে। তাই যাঁরা মাস্ক ব্যবহার করবেন না বা করছেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মিডিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব এই প্রচার করতে হবে যাতে মানুষ আরও বেশি করে সচেতন হোন।

[ আরও পড়ুন : দিল্লির ,মুম্বইর মতো ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বন্ধই থাকছে, ৩১ জুলাই পর্যন্ত ]

 

 

সুত্র: বিশ্ববাংলা সংবাদ

 

 

আরও পড়ুন ::

Back to top button