জাতীয়

ভূমি পুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

ভূমি পুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় আসছেন ৫ অগাস্ট। সরকারের পক্ষ থেকে তাঁর সময় সূচী প্রসঙ্গে জানানো হয়েছে, ওইদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি অযোধ্যায় পৌঁছাবেন এবং তিন ঘণ্টার মতো থাকবেন সেখানে। এরপর ওইদিনই দুপুর ২টো নাগাদ দিল্লি ফিরে যাবেন।

অযোধ্যা সফরের সময় প্রধানমন্ত্রী প্রথমে হনুমানগরহি যাবেন এবং তারপর তিনি সেখান থেকে অযোধ্যার মূল অনুষ্ঠানের জায়গায় পৌঁছাবেন এবং ভূমি পুজোয় যোগ দেবেন। অনুষ্ঠানের আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মঞ্চে মোদী ছাড়াও পাঁচজন ব্যক্তি উপস্থিত থাকবেন।

[ আরও পড়ুন : রাফায়েল আতঙ্কে চিন ও পাকিস্তান ]

তাঁরা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গর্ভনর আনন্দি বেন প্যাটেল, আরএসএস পরধান মোহন ভাগবত ও রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্য গোপাল দাস। এদিকে, অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব (স্বরাষ্ট্র) এবং রাজ্য পুলিশ প্রধান ভূমি পূজার অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেছেন এবং প্রস্তুতির মূল্যায়ন করেছেন।

 

 

 

সুত্র: Oneindia

 

আরও পড়ুন ::

Back to top button