Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

সৌদি সীমান্তে মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল হুতিরা

সৌদি সীমান্তে মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল হুতিরা

সৌদি সীমান্তে ‘আরকিউ-২০’ মডেলের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনের সীমান্তবর্তী হারাদ জেলার আকাশে গোয়েন্দাবৃত্তি করার সময় ড্রোনটিতে আঘাত হানা হয়।খবর হারেৎসের।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের আকাশ সীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কয়েক দিন আগেও ইয়েমেনের সা’দা প্রদেশে সেনাবাহিনী ও গণবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির আঘাতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মাঝে মধ্যেই শত্রু পক্ষের এ ধরণের ড্রোন ভূপাতিত করে থাকে।

[ আরও পড়ুন : প্রথমে কারা করোনার ভ্যাকসিন পাবেন? ]

ইয়েমেনের ক্ষমতায় নিজের অনুগত সরকার বসাতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। তাদের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button