ঝাড়গ্রাম

যুব তৃণমূলের নেতাকে রাখী পরিয়ে চমক চুনিবালার

যুব তৃণমূলের নেতাকে রাখী পরিয়ে চমক চুনিবালার

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: যুব তৃণমূলের নেতাকে রাখী পরালেন ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর নেত্রী চুনিবালা হাঁসদা। সোমবার বিনপুরের মাগুরা গ্রামে চুনিবালার স্বামী প্রয়াত নরেন হাঁসদার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান বিনপুর-১ ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি জলধর পণ্ডা। অথচ এই জলধরবাবুর সঙ্গীসাথীদের বিরুদ্ধেই এক সময় নরেন হাঁসদার মূর্তিতে কালি মাখানোর অভিযোগ তুলেছিল ঝাড়খণ্ড পার্টি।

ঝাড়খণ্ড আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন নরেন হাঁসদা। দু’দফায় বিনপুরের বিধায়ক প্রয়াত নরেনবাবুর আদিবাড়ি বিনপুরের মাগুরা গ্রামে। সেখানেই রয়েছে তাঁর সমাধি। এদিন রাজনীতির ভেদাভেদ ভুলে জলধর হাজির হয়েছিলেন নরেন হাঁসদার বাড়িতে। সমাধিস্থলে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানান তিনি। চুনিবালাও একগাল হেসে জলধরের হাতে রাখী পরিয়ে দেন।

চকোলেটও খাওয়ান। জলধরও চুনিবালার হাতে রাখি পরান। চুনিবালা বলছেন, ‘‘পবিত্র দিনে রাজনীতি নয়। জলধর আমার ভাইয়ের মতো।’’ আর জলধর বলছেন, ‘‘প্রতিপক্ষ রাজনীতিতে নানা ভুল বোঝাবুঝি হয়। নরেনবাবু ঝাড়খণ্ড আন্দোলনের পথিকৃৎ ছিলেন। চুনিদি রাখী পরিয়েছেন।

[ আরও পড়ুন : ফের সাপ্তাহিক লকডাউনের দিনবদল ]

খুব ভাল লাগল।’’ চুনিবালার মেয়ে সাঁওতালি সিনেমার মহানায়িকা বিরবাহা হাঁসদাকে কয়েক বছর আগে ঝাড়গ্রামে সংবর্ধনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বিরবাহা হাঁসদাকে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেন। গত বছর লোকসভা নির্বাচনে অবশ্য ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেনের বিরুদ্ধে প্রার্থী হন বিরবাহা হাঁসদা। নাম বিভ্রাটে অভিনেত্রীর ছবি ফেসবুকে ব্যবহার করে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের অভিযোগও ওঠে। সরব হন মহানায়িকা।

ভোটে তৃণমূলের বিরবাহা পরাজিত হন। জয়ী হন বিজেপির কুনার হেমব্রম। তারপর থেকে শাসকদলের সঙ্গে চুনিবালার দূরত্ব তৈরি হয়। এদিন তৃণমূলের যুব নেতা বিরবাহার গ্রামের বাড়িতে হাজির হওয়ায় পিছনে কী রাজনীতির নতুন কোনও সমীকরণ রয়েছে? দু’জনেই মৃদু হেসে জানিয়েছেন, ‘‘স্রেফ সৌজন্য। আর কিছু নয়।’’ তবে রাজনৈতিক মহলে আলোচনা গুঞ্জন শুরু হয়েছে। কারণ, রাজনীতিতে সবই সম্ভব, এটা ভুললে চলবে না!

[ আরও পড়ুন : ‘দ্বিতীয় বাড়ি’ ঝাড়গ্রামের অভাবী-মেধাবীদের পাশে আছি, ওয়েবিনারে জানালেন ইসরায়েল ]

 

আরও পড়ুন ::

Back to top button