দলে যোগদানের ভুয়ো কর্মসূচির অভিযোগ বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, পুর্ব মেদিনীপুর : কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব নিজের দলের কর্মীদের হাতে বিজেপির ঝান্ডা ধরিয়ে নতুন ভাবে ৫০জন কর্মীর যোগদানের গল্প তৈরি করেছে বলে অভিযোগ উঠছে।
এরা হলেন কিছুদিন আগে তৃণমূল ভবনে তৃনমূলে যোগ দেওয়া ডাঃ বাদল অশ্রু ঘাঁটার ভাইপো অভিজিৎ ঘাঁটা ও শুভজিৎ ঘাঁটা। এদের দুইজনের বাড়িই পটাশপুরের মংলামাড়োতে।
[ আরও পড়ুন : সুশান্ত মৃত্যু তদন্তে এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে জেরা শুরু করল CBI ]
শুভজিৎ ঘাঁটা গত ২০১৯ সালের ২৪শে জুন কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তপন মাইতিকে সঙ্গে নিয়ে রাজ্য সভাপতি দিলিপ ঘোষ কে ফুলের তোড়া দিয়ে বরন করেছিল এবং লোকসভার ভোটে ডাঃ দেবাশীষ সামন্তের হয়ে প্রচার করেছিল।
অভিজিৎ ঘাঁটা বিজেপি গৃহ সম্পর্ক অভিযান থেকে শুরু করে যুব মোর্চার বিদুৎ দফতর ঘেরাও কর্মসূচী,ও বিভিন্ন কর্মসূচিতে অগ্রনী ভূমিকা গ্রহন করেছে। এই দুই ভাই লোকসভার ভোট থেকে বিজেপিতে যোগদান করে।
[ আরও পড়ুন : ভাইরাল মহেশ-রিয়ার ৮ জুনের হোয়াটসঅ্যাপ চ্যাট ]
এখন বিজেপির জেলা সভাপতি ও কিছু জেলা নেতৃত্ব এই ভুয়ো যোগদান কর্মসূচি গল্প তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে।